১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

ফেনীতে ৪ দিন আটকে রেখে ছাত্রীকে ধর্ষণকারী বখাটে আটক

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে লোকমান হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ফেনীর শহরের মহীপাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। আটক করা হয় লোকমান নামে ওই বখাটেকে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ওই স্কুলছাত্রী।

বখাটে লোকমান হোসেন সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আহছান উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, গেলো ২৪ এপ্রিল মঙ্গলবার সকালে সপ্তম শ্রেণির ওই ছাত্রী সোনাগাজী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার সময় পূর্বে থেকে ওত পেতে থাকা বখাটে লোকমানসহ বেশকজন সিএনজি অটোরিকশা করে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় অভিযোগ করেন। পরে শনিবার দুপুরে পুলিশ ফেনীর মহীপাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীসহ লোকমানকে আটক করা হয়।

সোনাগাজী মডেল থানার তদন্ত পরিদর্শক হারুনুর রশিদ জানান, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বখাটে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১২:৩১ অপরাহ্ণ