১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

আবুধাবিতে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক:

আবুধাবিতে জীবন ও জীবিকার সন্ধানে প্রবাসে গিয়ে লাশ হলেন নোয়াখালীর সেনবাগের মাহমুদুর রহমান মেহেরাজ (২৮)। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহত বাংলাদেশি নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইাউনিয়নের মধ্যে বীর নারায়ণপুর গ্রামের নজু পাটোয়ারী বাড়ির রুহুল আমিনের ছেলে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। মেহেরাজের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে শুরু হয় শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার কাজ শেষে মেহেরাজ নিজে গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে দুবাই আল রাশেদ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে তার লাশ দুবাই পুলিশ হেডকোয়ার্টারে রয়েছে। লাশ দ্রুত দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান স্বজনরা। জীবিকার সন্ধানে ২০১২ সালে কেএফসি কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান মেহেরাজ। গেল বছরের অক্টোবরে দেশের বাড়ি এসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মার্চ মাসে দেশে এসে স্ত্রীকে নিয়ে ফিরে যান কর্মস্থলে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ