আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের হামলা ঠেকাতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম কেনায় আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।
সুইজারল্যান্ডের পত্রিকা বাসলের জেটুং এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। -খবর জেরুজালেম পোস্টের।
সুইস দৈনিকের খবরে আরও বলা হয়েছে, সৌদি বিশেষজ্ঞরা আয়রন ডোম ছাড়া ইসরাইলে তৈরি আরও কিছু সমরাস্ত্র কেনারও চিন্তাভাবনা করছেন।
এসব অস্ত্রের মধ্যে রয়েছে ট্যাংকে স্থাপনযোগ্য প্রতিরক্ষাব্যবস্থা ‘ট্রফি অ্যাকটিভ প্রোটেকশন’। শত্রুপক্ষের নিক্ষিপ্ত রকেটসহ অন্যান্য প্রোজেক্টাইল শনাক্ত করে তা ধ্বংস করে দিতে এ ব্যবস্থা ট্যাংকে বসানো হয়।
এমন সময় সৌদি আরব ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার চিন্তাভাবনা করছে, যখন এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞ মহলে যথেষ্ট সংশয় রয়েছে।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক থিওডোর এ পোস্টোল বলেছিলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দিক দিয়ে আয়রন ডোমের কার্যকারিতা শতকরা পাঁচ ভাগেরও কম।
সৌদি আরব বর্তমানে দারিদ্র্যপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া এ আগ্রাসনে ইয়েমেনের অন্তত ১৪ হাজার নিরপরাধ মানুষ নিহত হয়েছেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ