১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

বুদ্ধ পূর্ণিমা আজ

নিজস্ব প্রতিবেদক:

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ রোববার। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে। বৌদ্ধ ধর্মমতে, গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং পরিনির্বাণ-এ তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকবাণী দিয়েছেন। সেই সাথে আজ সরকারি ছুটি।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিবসটি উৎসবমূখর এবং ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বুদ্ধপূজা, মহাসংঘদান এবং সন্ধ্যে ৬টায় আলোচনা সভা। শ্রীলংকার রাষ্ট্রদূত ক্রিসেন্ট ডি সিলভা, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানগণও উপস্থিত থাকবেন আলোচনা সভায়। এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপি। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১১:২৬ পূর্বাহ্ণ