১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

নেশাগ্রস্ত নেতার বহিষ্কারাদেশ তুলে নিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

ইয়াবা সেবনের ছবি ভাইরাল হওয়ার পর সংগঠন থেকে বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুষারের আবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের নির্বাহী সংসদ এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি তুষারের ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে বিষয়টি সমালোচনা শুরু হয়। কারণ এর আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারি ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে  ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রাপূর্ব এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাদক নির্মূলে কাজ করার জন্য ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দেন। ছবি ভাইরাল হওয়ার পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি তুষারকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। তখন সেই বহিষ্কারাদেশে তাঁর বিরুদ্ধে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ আনা হয়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১০:১৫ পূর্বাহ্ণ