১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের অনীহার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া ধীরগতিতে এগুচ্ছে এমন অভিযোগ করেছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ভূমিকা রাখতে পারে চীন। চীনের উচিত বিশ্ববাসীর দাবির প্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করা। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চায় বাংলাদেশ।

শনিবার রাতে কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ হোটেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ অবস্থা তুলে ধরে এই অভিযোগ করা হয়। বৈঠকে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের বাস্তবতা ও ঢাকা-নেইপিদো সমঝোতার অগ্রগতির তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাখাইনের সংঘাত পীড়িত অঞ্চলগুলোতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রবেশাধিকার দেয়নি মিয়ানমার। প্রত্যাবাসন প্রক্রিয়ায় বার বার পিছিয়ে যাওয়ায় ঢাকার পক্ষ থেকে এমন অভিযোগও আসে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বলা হয়, রাষ্ট্রীয় গণমাধ্যমে একের পর এক ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে মিয়ানমার। গেলো বছরের আগস্টে সংঘাত শুরুর সময়ও সেনাবাহিনীর মদদে বিদ্বেষমূলক পোস্ট দেয়া হয়েছিলো বলে অভিযোগ করে বাংলাদেশ। নিরাপত্তা পরিষদের সদস্যদের সাথে বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। এই সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সহ রোহিঙ্গা পরিস্থিতি কার্যক্রমে জড়িত সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ১০:১২ পূর্বাহ্ণ