২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৯
Gold bars

রাজধানীতে ১৩ কেজি স্বর্ণসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

উত্তরায় র‌্যাব-১ সাত কোটি টাকা মূল্যমানের সাড়ে ১৩ কেজি ওজনের ১৩৫টি সোনার বার উদ্ধার করেছে। এ সময় সোনা চোরাকারবারির সঙ্গে জড়িত কাজী মাহবুবুর রহমান এবং সোনা ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত মির্জা জাকির হোসেনকে আটক করা হয়।

শনিবার বিকালে উত্তরা ব্রিফিংয়ে রাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তাদের কাছে তথ্য ছিল কতিপয় লোক বিদেশ থেকে স্বর্ণ এনে বাংলাদেশের লোকাল বাজারে বিক্রি করে আসছে। অনুসন্ধানে জানতে পারে শুক্রবার বিকাল ৩টায় ৬নং সেক্টরের একটি বাড়ি থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মাহবুবুর রহমান এবং জাকির হোসেন র‌্যাব-১ কে জানায়, দীর্ঘদিন ধরে তারা সোনা চোরাকারবারির সঙ্গে জড়িত। এ কাজে তাদের বিমানবন্দরের কতিপয় কর্মচারী সহযোগিতা করে এবং সোনা বিক্রির ব্যাপারে লোকাল বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরও সহযোগিতা পায়।

র‌্যাব আরও জানায়, চোরাকারবারির সঙ্গে জড়িত অন্যদের তারা অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৯:৩৩ অপরাহ্ণ