এম. শরীফ হোসাইন, ভোলা :
শনিবার দিবাগত রাত ১টার দিকে ভোলা শহরের মনোহরিপট্টি, ঘোষপট্টির একাংশ, খালপাড় রোডের একাংশ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে। সবকিছু পুড়ে গেলেও পোড়েনি মহাগ্রন্থ আল কোরআন। শনিবার দুপুরে আগুনে পোড়া এলাকা পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে এমন দৃশ্য। এ নিয়ে ভোলাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই ভিড় জমান দেখতে। তখন কেউ ছবি তুলে পোষ্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মালামাল সড়াতে গেলে সেখানে একটি কোরআন শরীফ পাওয়া যায়। কোরআন শরীফের বাহিরের বিভিন্ন অংশ পুড়ে গেলেও পোড়েনি ভিতরের অংশ। ভেতরের পৃষ্টার সাদা অংশে পোড়ার কিছুটা দাগ দেখা গেছে। কিন্তু ভেতরের লেখা অংশের কোন স্থানে আগুনের ছোয়া লাগেনি। তখন জড়ো হওয়া সকলেই বলেন, সবকিছু পুড়ে শেষ হয়েছে ঠিক। কিন্তু আল্লাহর মহাগ্রন্থ আল্লাহ-ই রক্ষা করেছেন। আল্লাহ যে সবকিছু পাড়েন এটা তার জ¦লন্ত উদাহরণ। এমন ঘটনা এটাই প্রথম নয়, মহান আল্লাহর কালাম কখনো পুড়ে না। মানুষ এ থেকে শিক্ষা নেয়া উচিত বলেও জানান তারা।
দৈনিক দেশজনতা/এন এইচ