১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

গাজীপুরে নদীতে পড়ে শিশু নিহত

আতিকুর রহমান, গাজীপুর  প্রতিনিধি :

২৫ এপ্রিল বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঘোষেরকান্দি নতুন বাজার এলাকায় পড়ে সাইফুল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়। নিহত সাইফুল ইসলাম ঘোষেরকান্দি গ্রামের কৃষক জালাল উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ঘোষেরকান্দি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শেণীর ছাত্র।

বুধবার দুপুরে সে বিদ্যালয় থেকে বাড়িতে আসে। নদীর ধারে খেলতে গেলে নদী খননের ড্রেজারের পানির সাথে নদীতে পড়ে যায়। প্রতিবেশী বিজয় তার সাথে ছিল সে এসে বাড়িতে খবর দেয়। এলাকাবাসি খোঁজাখোঁজি করে সাড়ে ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৭:০৮ অপরাহ্ণ