১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

গাজীপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মুহাম্মদ আতিকুর রহমান ,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে ধানক্ষেত থেকে মোতালেব হোসেন (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

৩৮ এপ্রিল শনিবার সকালে লাশ উদ্ধারের পর নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আবুল হাসান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত শুক্রবার রাতে মোতালেব হোসেন তাঁর এক আত্মীয়ের বাড়িতে মিলাদ মাহফিলে অংশ নিতে বাড়ি থেকে বের হন। পরে মিলাদ শেষে ধান ক্ষেতের আইল (রাস্তা) দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। রাতে তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পায়নি। সকালে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

নিহত মোতালেব গলাদাপাড়া গ্রামের মৃত ইছব আলী সরকারের ছেলে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৬:৫৭ অপরাহ্ণ