মুহাম্মদ আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনের নীলেরপাড়া এলাকায় কিশোরী অভিনয় শিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত এক নাট্য পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে।
২৮ এপ্রিল শনিবার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন – মিজানুর রহমান শামীম (৫৩), তার সহকারী আতিক (৩০) ও মোঃ মামুন (২৬)।
শামীম গাজীপুর শহরের বিলাসপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মোঃ তোরাব আলীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরীর গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানায়। বোনের সঙ্গে ঢাকার সাভার থানার ফুলবাড়ি এলাকায় ভাড়া বাসায় থেকে মডেলিং করেন।
শামীম নাটক ও ফিল্ম তৈরির কাজ করেন। অভিনয়ের প্রস্তাব দিলে রাজি হই। ৮ এপ্রিল নীলেরপাড়ায় ভাড়া করা স্পটে অন্য শিল্পীদের সঙ্গে অভিনয় শুরু করি। সেখান থাকার সময় ১০ এপ্রিল রাত ১০টার দিকে শামীম আমার কক্ষে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
এ সময় আতিক ও মামুন ঘরের বাইরে দরজায় দাঁড়িয়ে পাহারা দিয়ে ধর্ষণে সহযোগিতা করেন বলে অভিযোগ।
আর ঘটনা ফাঁস করলে মেরে ফেলার হুমকি দিয়ে শামীম তার শর্ট ফিল্মে আমাকে কাজ করতে বাধ্য করেন। শামীম আমাকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ২৩ এপ্রিল ধর্ষণ করলে কৌশলে পালিয়ে যাই।
বিষয়টি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তবে শামীম কোন প্রতিষ্ঠান থেকে নাটক বা ফিল্ম তৈরি করছিলেন তা বলতে চাননি ওই কিশোরী।
ওসি আমিনুল বলেন, শুক্রবার রাতে মামলার পর শনিবার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক দেশজনতা/এন এইচ