১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:২১

অবশেষে নিজের বউয়ের ছবি প্রকাশ করলো রুবেল

স্পোর্টস ডেস্ক:

টাইগার পেসার রুবেল হোসেন বিয়ে করেছেন বেশ আগেই। পরিবারের পছন্দের পাত্রীর সঙ্গে খুব গোপনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বাগেরহাটের মুনিগঞ্জের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন এই ক্রিকেট তারকা। বিয়ের পর বউয়ের কোনো ছবি মিডিয়ায় প্রকাশ করেননি বাংলাদেশি এই পেসার। বিয়ের দুই বছর পেরিয়ে গেলেও এত দিন রুবেলের স্ত্রীর দেখা পাওয়া যায়নি।

অবশেষে শনিবার (২৮ এপ্রিল) তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করলেন। দুইটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘My wife.. ❤❤❤’ (আমার স্ত্রী)

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েকদিন আগে গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন। সুস্থ হলে ঢাকায় ফিরবেন বলেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৫:৫৯ অপরাহ্ণ