১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

ময়মনসিংহে মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা-ছিনতাইসহ আট মামলার আসামি কালা চান (৩৮) নিহত হয়েছেন বলে জানা গেছে। তাকে নিয়ে শনিবার ভোরে শহরের মাদ্রাসা বাজারে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, শুক্রবার সন্ধ্যার দিকে তাকে নগরীর র‌্যালির মোড় থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও ছুরি উদ্ধার করা হয়। পরে আজ ভোরে তাকে নিয়ে মাদক ব্যবসায়ী সিরাজকে গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সিরাজ বাহিনীর লোকজন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির মাঝখানে পড়ে কালা চান মারা যান।
এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর  

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ