নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমার সেনাবাহীনির অত্যাচারের হাত থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল কক্সবাজার আসছেন।
শনিবার বিকালে কুয়েত থেকে সরাসরি কক্সবাজারে অবতরণ করবেন তারা।
প্রতিনিধি দলে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধিসহ ১০ জন স্থায়ী প্রতিনিধি, পাচঁজন উপস্থায়ী প্রতিনিধিসহ প্রায় ৩০ জন প্রতিনিধি থাকবেন।
রোববার তারা জিরো পয়েন্ট ও কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে যাত্রা করবে এই প্রতিনিধি দলটি।
দৈনিক দেশজনতা/ টি এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

