১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

নিবন্ধন বাতিল হচ্ছে আরও ৮টি দলের

নিজস্ব প্রতিবেদক:

নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলের মধ্যে আরো ৮টি দল বাদ পড়েছে। নিবন্ধনের শর্তপূরণে ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় দলিলাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় দলগুলোর আবেদন বাতিল করা হয়েছে। নিবন্ধন বাছাই কমিটির সদস্য নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

রৌশন আরা জানান, প্রাথমিক বাছাইয়ে ঝরেপড়ে ১৯টি দলের আবেদন। বাকি ৫৬টিকে ২২ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য জমা দেয়ার জন্য চিঠি দেয়া হয়। ৪৮টি দলের তথ্যাদিসহ চিঠির জবাব এসেছে। বাকি আটটি দল সাড়া না দেয়ায় বা দলিলাদি দিয়ে চিঠির জবাব না দেয়ায় তাদের আবেদন আর আমলে নেবে না কমিটি।

ইসি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় ঝরেপড়া দলগুলো হচ্ছে- বাংলাদেশ মঙ্গল পার্টি, বাংলাদেশ পরিবহন লেবার পার্টি, নাকফুল বাংলাদেশ, সোনার বাংলা উন্নয়ন লীগ, লিবারেল পার্টি, বাংলাদেশ রামকৃষ্ণ পার্টি, ঐক্য ন্যাপ ও মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্র্যাটিক পার্টি।

নিবন্ধন দেয়ার জন্য ৪৮টি দলের আবেদন, দলিলাদির পে প্রয়োজনীয় তথ্যাদির পুঙ্খানুপুঙ্খ যাচাই, মাঠপর্যায়ের তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বর্তমানে কমিশনে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের সময় মাত্র দু’টি দল নিবন্ধন পায়। আগ্রহী দলগুলোর মধ্যে যোগ্য দলকে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধন চূড়ান্ত করার কথা রয়েছে ইসির।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ