১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জাতিসংঘের

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমন পীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধান জেইদ রাদ আল হুসাইন এ নিন্দা জানান। গতকাল শুক্রবারও গাজায় ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েল। এতে তিন জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন।

গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে গুলি চালিয়ে এখন পর্যন্ত ৪৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। ভূমি দিবস উপলক্ষে শুরু হওয়া এ বিক্ষোভ আগামী ১৫ মে নাকাবা দিবস পালনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে এবং অসংখ্য ফিলিস্তিনিকে যারা হত্যা এবং আহত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জেইদ বলেন, ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড চালানোর বিষয়টি খুবই বেদনাদায়ক। অসংখ্য ফিলিস্তিনি আহত হওয়ার যে খবর আসছে তাতে এটা স্পষ্ট যে ইসরাইলি বাহিনী একবার দুইবার নয় বারবার ফিলিস্তিনিদের ওপর তাজাগুলি ব্যবহার করছে।

প্রতিদিনই খবর আসছে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা করছে ইসরায়েলি বাহিনী। বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও তারা এতে কোনো কর্ণপাত করছেন না। উল্টো ফিলিস্তিনিদের ওপর হামলাকারী সেনাদের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেয়াহু।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১১:১৭ পূর্বাহ্ণ