১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

বার্সা থেকে বিদায় আন্দ্রেস ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক:

দিনকয়েক ধরেই স্প্যানিশ সংবাদ-মাধ্যমে শোনা যাচ্ছিল খবরটা। যেটা আরও শক্ত ভিত পায় কোপা দেল রে ফাইনালে বদলি হয়ে তার মাঠ ছাড়ার দৃশ্যে। চোখ গড়িয়ে জলধারা নেমে আসা আন্দ্রেস ইনিয়েস্তা এবার আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন, বার্সেলোনার হয়ে আর খেলবেন না তিনি, চলতি মৌসুম শেষেই আশৈশবের ক্লাবকে বিদায় জানাবেন স্প্যানিশ মিডফিল্ডার।

মাত্র ১২ বছর বয়সে ১৯৯৬ সালে ইনিয়েস্তা পা রেখেছিলেন বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায়। পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। একাডেমি শেষে যুব দল পেরিয়ে কাতালান ক্লাবটির মূল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে সময় লাগেনি তার। বার্সেলোনার হয়ে ১৬ মৌসুম মাঠ মাতিয়ে অবশেষে চোখের জলে ইতি টেনে দিলেন, সামনের গ্রীষ্মের পর নীল-মেরুন জার্সিতে আর দেখা যাবে না ইনিয়েস্তাকে।

২০০২-০৩ মৌসুমে মূল দলে অভিষেক হওয়ার পর বিদায়ের আগে নামের পাশে যোগ করেছেন ৩১টি শিরোপা। সংখ্যাটা ৩২ হতে যাচ্ছে লা লিগার শিরোপার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে সামনের সপ্তাহান্তের ম্যাচেই হয়তো লিগ শিরোপা জয়ের উৎসব করবে তারা।

‘ডাবল’ জয়ের আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন ইনিয়েস্তা। শুক্রবার সংবাদ সম্মেলনে চোখের জলে বিদায় জানালেন আশৈশবের ক্লাবকে, ‘এখানে (বার্সেলোনা) এটাই আমার শেষ মৌসুম। অনেক দিন ধরে ভেবেচিন্তে এ সিদ্ধান্তটা নিয়েছি। আমার কাছে বার্সা বিশ্বের সেরা ক্লাব। এ ক্লাব আমাকে সবকিছু দিয়েছে।’

২২ বছরের বার্সেলোনা ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না স্প্যানিশ মিডফিল্ডারের জন্য। তবে সবকিছুর যে শেষ আছে, ইনিয়েস্তাও তো তার ঊর্ধ্বে নন। তাই বাস্তবতা মেনে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই নিতে চেয়েছেন বিদায়। ৩৩ বছর বয়সী এই অধিনায়কের ভাষায় যা এমন, ‘২২ বছর এখানে থেকে আমি বুঝেছি বার্সেলোনা খেলোয়াড়ের অর্থ কী। আমার মনে হয়েছে বার্সেলোনা খেলোয়াড় হিসেবে যদি আমি অবসর নিতে চাই, তাহলে শেষ করা উচিত এই পথে- খেলার উপযোগী, গুরুত্বপূর্ণ ও প্রথম একাদশে থামার মতো অবস্থানে থেকে।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমার জন্য খুব কঠিন একটা দিন। কারণ এখানে আমি জীবনের পুরোটা সময় কাটিয়েছি। তাই বিদায় জানানোটা খুব কঠিন।’

বিদায়বেলায় ধন্যবাদ জানিয়েছেন তিনি ক্লাব, সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের, ‘ধন্যবাদ জানাতে চাই আমার সতীর্থ, যাদের সঙ্গে এই বছরগুলোয় আমি কাজ করেছি প্রত্যেক দিন। এরাই আমাকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ বার্সেলোনা ক্যারিয়ারে তিনি লা লিগার শিরোপা জিতেছেন আটটি। সঙ্গে নামের পাশে যোগ করেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ। বিদায়বেলায় ইনিয়েস্তা সঙ্গে নিয়ে যাচ্ছেন ছয়টি কোপা দেল রে, সাতটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি। ওয়েবসাইট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ