১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

কেসি নির্বাচন: গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী মঞ্জু

খুলনা প্রতিনিধি :
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুর ১০ ও ৭ নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ দু’টি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

প্রথমেই তিনি খালিশপুর পৌর সুপার মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওয়ার্ডের চিত্রালী বাজার, বঙ্গবাসী স্কুল মোড়, নতুন কলোনী, মানষি বিল্ডিং মোড়, পিপলস পাঁচতলা মোড়, লাল হাসপাতাল রোড, বিআইডিসি রোড, ভাটিয়াপাড়া এলাকা, উত্তর কাশিপুর, রায়পাড়া, মেঘনা ও পদ্মা রোড, কাশিপুর ক্রস রোড, রাজধানীর মোড়, বিএল কলেজ বাইলেন, পশ্চিমপাড়া, মালা গ্যারেজ মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও শ্লোগান দেন। পাশাপাশি খুলনাকে পরিচ্ছন্ন, মাদক ও জলাবদ্ধমুক্ত এবং গ্রিন-ক্লিন সিটি গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় মঞ্জুর সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা লতিফুর রহমান লাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, সিরাজুল ইসলাম,  অ্যাডভোকেট বজলুর রহমান, স ম আব্দুর রহমান, শেখ খায়রুজ্জামান খোকা, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, শাহিনুল ইসলাম পাখি, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক প্রমুখ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ৬:৪২ অপরাহ্ণ