২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২২
মনোনয়ন প্রত্যাহারকারী মেয়র প্রার্থীসহ জামায়াতের ৪৫ নেতাকর্মী আটক,atok,rtv,rtvonline

পিকনিক স্পট থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে একটি রিসোর্টে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিকনিক প্রোগ্রাম থেকে মহানগর জামায়াতে ইসলামীর আমির এস এম সানাউল্লাহসহ ৪৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে গাজীপুরের জয়দবেপুর থানাধীন পুবাইল এলাকায় অবস্থিত স্বপ্নচূড়া পিকনিট স্পট থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ওই রিসোর্টে গোপন বৈঠক করছিলেন। গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন-অর রশিদ দুপুরে তার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ ব্রিফিং করেন।

তিনি জানান, স্বপ্নচূড়া পিকনিট স্পটে গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী গোপন বৈঠক করছে- এমন গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়।

হারুন-অর রশিদ বলেন, ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাজীপুর মহানগর আমির এস এম সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করা হয়। পরে তাদের উক্ত পরিমাণ বোমা ও জিহাদী বই জব্দ করা হয়।’

উল্লেখ্য, গাজীপুর মহানগর আমির এস এম সানাউল্লাহ চলতি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছিলেন। পরে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের সমর্থনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।

এ বিষয়ে জামায়াতের গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা সেফাউল হক  বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থীর সমর্থনে জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করেছে। জোট প্রার্থীকে সমর্থন এবং বিষয়টি আলোচনার জন্য একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে আমাদের মেয়র প্রার্থী এস এম সানাউল্লাহসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ।’

তিনি জানান, পুলিশ যে নাশকতার উদ্দেশ্যে বৈঠক বলে দাবি করছে, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ