১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

বাংলাদেশ উড়িয়ে দিল চাইনিজ তাইপেকেও

স্পোর্টস ডেস্ক:

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় আরেকটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ গ্রুপ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা ১২-২ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো সবুজ-মহসিনরা।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর ৭-৪ গোলে হেরেছিল মালয়েশিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। বিকেল ৫ টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ১২:৫০ অপরাহ্ণ