১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এবং বৃহস্পতিবার রাতে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশা চালক মিলন মিয়ার (৩৫) বাড়ি নওগাঁ জেলায় এবং কিশোর সুজন মিয়া (১৩) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কানোয়ারি এলাকার শামসুদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার এসআই মো. মহসিন মিয়া ও স্থানীয়রা জানান, সুজন বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে জৈনাবাজার এলাকায় রাত সাড়ে ১০টার দিকে একপি ড্রাম ট্রাক তার সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সুজন জৈনাবাজার একটি খাবার হোটেলে হোটেলবয় হিসেবে কাজ করতো।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৭, ২০১৮ ১২:১৪ অপরাহ্ণ