নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর শেখদী ছনটেক এলাকায় ডোবায় পড়ে যাওয়া বল তুলতে গিয়ে আরমান (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন আরমানের বাবা আব্দুল হান্নান (৪০)। আর তাতে বাবা-ছেলে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলে দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হান্নানের সম্বন্ধী নজরুল ইসলামের বরাত দিয়ে তিনি জানান, আরমান স্থানীয় শেখদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা আব্দুল হান্নান পেশায় রাজমিস্ত্রি। তারা ওই এলাকায় বসবাস করতেন।
তিনি জানান, খেলার সময় একটি বল পাশের ডোবায় পড়ে যায়। আরমান বলটি তুলতে গেলে আটকা পড়ে। তার বাবা হান্নান উদ্ধার করতে গেলে তিনিও আটকা পড়েন। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর