১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

খুলনায় জোড়া খুনের মামলায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিবেদক:

খুলনা জেলার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের আনসার আলী ফকির ও আজাদ মুন্সী হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপরজন পলাতক।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের লিয়াকত ফকির ওরফে লিকু ফকিরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান ফকির, গাউস শেখের ছেলে রূহুল শেখ, সুলতান শেখের ছেলে বিপ্লব শেখ, কেরামত আলী শিকদারের ছেলে আকিদুল শিকদার আক্তার, ছাত্তার খানের ছেলে আশরাফুল খান ও সুলতান শেখের ছেলে এ্যাঞ্জেল শেখ। এর মধ্যে আশরাফুল খান পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ১০ এপ্রিল মোকামপুর গ্রামের আনসার আলী ফকির ও আজাদ মুন্সী নিখোঁজ হয়। নয় দিন নিখোঁজ থাকার পর ১৯ এপ্রিল আনসার আলী ফকিরের লাশ স্থানীয় নাশুয়াখালী বিলের কওছারের মৎস্য ঘেরে এবং আজাদ মুন্সীর লাশ স্থানীয় কাটেঙ্গা গ্রামের কলা বাগানে মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আনসার আলী ফকিরের বোন ছায়রা বেগম বাদী হয়ে ২০ এপ্রিল তেরখাদা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০০২ সালের ২৬ সেপ্টেম্বর এসআই মো. মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৯:২০ অপরাহ্ণ