১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

রাতে প্রীতির পাঞ্জাবের মুখোমুখি সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক:

আগের দেখায় ঘরের মাঠে গেইল-ঝড়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে বিধ্বস্ত করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। এবার নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে হায়দ্রাবাদ। সেই সাথে সুযোগ পয়েন্ট টেবিলেও এগিয়ে যাওয়ার। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলায় দ্বিতীয়বারের মতো পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানদের দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

আসরে এ পর্যন্ত ৬ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে হায়দ্রাবাদ। টুর্নামেন্টে নিজেদের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী দলটি। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৮ রান তোলে হায়দ্রাবাদ। পরবর্তীতে রোহিত শর্মার দলকে ৮৭ গুটিয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নেয় তারা। এদিন রোহিত শর্মার উইকেটটি তুলে নিয়ে বিরল এক রেকর্ডে নিজের নাম লেখান বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল গড়েছেন। এর আগে ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েন। এছাড়া টি-টুয়েন্টি সংস্করণে সাকিব ৩০০ উইকেট নেয়া পঞ্চম বোলার। আর বাঁহাতি বোলারদের মধ্যে প্রথম।

হায়দ্রাবাদের সমান সংখ্যক ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব। দুর্দান্ত ফর্মে আছেন দলটির বিধংসী ওপেনার ক্রিস গেইল। ক্যারিবিয় এই দানবের সর্বশেষ ৩ ম্যাচের স্কোর ৬৩, ১০৪* ও ৬২*। ৬৩ বলে তার অপরাজিত ১০৪ রানের ইনিংসটি আইপিএল-এর এবারের আসরের প্রথম সেঞ্চুরি। এবং সেটা হায়দ্রাবাদেরই বিপক্ষে। যদিও দিল্লির বিপক্ষে সর্বশেষ ম্যাচে গেইলকে ছাড়াই জয় পেয়েছে পাঞ্জাব। তবু আজকের ম্যাচে ৩৮ বছর বয়সী এই জ্যামাইকানই বেশি মাথাব্যথার কারণ হবেন হায়দ্রাবাদের জন্য।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ