১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

আবেদনে ভুল, পুনরায় আবেদনের সুযোগ দিলো পিএসসি

নিজস্ব প্রতিবেদক:

৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আবেদনপত্রে ভুল করায় নতুন করে অনলাইনে আবেদন করার জন্য ৬ জনকে অনুমতি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার অা ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর ভুল তথ্যে পূরণ করা আবেদন বাতিল করে নতুন করে অনলাইনে আবেদন করার অনুমতি চাওয়ার প্রেক্ষিতে তাদের রেজিস্ট্রেশন নম্বর সংবলিত BPSC Form-1 বাতিল করা হয়েছে এবং ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে আবেদন করার জন্য অনুমতি দেয়া হয়েছে।

যে ৬ জন নতুন করে আবেদন করতে পারবেন তারা হলেন— ANINDITA RANI PAUL বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 110403, Hasan naima noor বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 112726, Rinki mozumder বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 108146, Touhidul haque sohan বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 114350, Nashid sultana ishi বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 114376 ও Aklima akter বাতিলযোগ্য রেজিস্ট্রেশন নম্বর 108762.

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ