১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

নড়াইলে অস্ত্রসহ আটক ৩

নড়াইল  প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার চৌগাছা গ্রাম থেকে ঢাল ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন, চৌগাছা গ্রামের খালেক ভূঁইয়া ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আইয়ূব ভূঁইয়া (৫৫), তার ছোট ভাই জাকির ভূঁইয়া (৪০) ও আব্দুল হাই শেখের ছেলে  আকরাম শেখ (৪২)। এ সময় তাদের কাছ থেকে ২২ টি ঢাল, ৫০টি সড়কি ও রামদাসহ ৩০টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। তিনি আরও বলেন, এসব দেশীয় অস্ত্র তৈরিকালে আকরাম শেখসহ তিনজনকে আটক করা হয়ে।এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবির ওসি মো. আমিনুজ্জামান প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১১:০২ পূর্বাহ্ণ