১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

গ্যাস লাইন বিস্ফোরণ: ছেলে-মায়ের পর চলে গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে একটি বাসায় অগ্নিকাণ্ডে সন্তানসহ মায়ের মৃত্যুর পর এবার বাবাও চলে গেলেন না ফেরার দেশে। তাঁর নাম মানিক মিয়া (৩৫)। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান। আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাত মাসের শিশু তামিম মারা যায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মারা যান তামিমের মা মিনা বেগম (২৮)।

মিরপুরের ১১ নম্বর সেকশনের এ ব্লকের ৪ নম্বর রোডের পাঁচতলা বাসার নিচতলায় সপরিবার থাকতেন মানিক। ডা. পার্থ শংকর পাল জানান, মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গেছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১০:১৮ পূর্বাহ্ণ