১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৮

‘ক্রিমিয়ায় সমর সমাবেশের অধিকার রাশিয়ার আছে’

অনলাইন ডেস্ক :

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া রাশিয়ার অংশ। সেখানে সৈন্য সমাবেশ ও সামরিক সরঞ্জামাদি রাখার অধিকার দেশটির রয়েছে। ইউক্রেনের ওপর চোখ রাখার অংশ হিসেবে পুরো উপদ্বীপের ওপর নজরদারির যে কোনো প্রস্তাবকে রাশিয়া বৃথা উস্কানি মনে করে। খবর রুশ বার্তা সংস্থা তাস এর।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রিপাবলিক অব ক্রিমিয়া ও সেভাসস্তোপোল রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে আর কোনো কথা থাকতে পারে না।’

মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিয়েনা চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে রাশিয়া ক্রিমিয়ায় পরিদর্শক, পর্যবেক্ষক ও মূল্যায়নকারী দলকে গ্রহণ করতে রাজি আছে।’

রাশিয়া ভিয়েনা প্রস্তাব অনুযায়ী আস্থা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র এমন অভিযোগ তুলে সেখানে নজরদারির প্রস্তাব রাখলে মস্কো এ কথা বলেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ৯:৩৭ অপরাহ্ণ