১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক:

পাঁচ ম্যাচে ৮৫ রান করা গৌতম গম্ভীর দিল্লির অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে ভারতীয় গণমাধ্যম এই খবর দিয়েছে।

আইপিএলের এই আসরে গম্ভীর ভালোই শুরু করেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫৫ রান করেন। কিন্তু তাল কেটে যায় এরপরই। পরের চার ম্যাচে ১৫, ৮, ৩ এবং ৪ রান করেন।

এই আসরের আগে গম্ভীর ২০১০ সালে দিল্লিকে একবার নেতৃত্ব দিয়েছিলেন। সেবার পঞ্চম হয় দলটি। গম্ভীর এবার দিল্লিতে ফেরেন কেকেআর থেকে। আসর শুরু হওয়ার আগে তাকে নিয়ে দলটির অনেক আশা ছিল।

কর্মকর্তারা বলছিলেন, গম্ভীর তাদের সেরা খেলোয়াড়। কিন্তু ছয় ম্যাচ বাদেই সব আশা নিরাশা হয়ে গেল।

সাত বছর কেকেআরে কাটানো গম্ভীর দলটির হয়ে তিন হাজার ৩৫ রান করেছেন। দুইবার তাদের শিরোপাও জিতিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

 

 

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ