নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন অনুসন্ধানে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামে দুই ব্যবসায়ীকে তলব করেছে কমিশন। বুধবার (২৫ এপ্রিল) বিকেলে দুদকের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।
তবে এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
দুদক সূত্র জানিয়েছে, আগামী ৬ মে সকাল ৯টায় কমিশনে হাজির থাকতে ওই দুই ব্যবসায়ীকে চিঠি পাঠিয়ে তলব করেছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
জানা গেছে, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন ওই ব্যবসায়ীরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসকে সিনহার নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দৈনিক দেশ জনতাকে জানান, এখানে সাবেক প্রধান বিচারপতির কোনও নাম উল্লেখ হয়নি। কিংবা দুই ব্যবসায়ীকে তলবের ব্যাপারে তিনি কিছু জানেন না।
দৈনিক দেশজনতা/এন আর