২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩০

নাইজেরিয়ায় চার্চে হামলা: নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় একটি চার্চে সশস্ত্র ব্যক্তিদের হামলায় দুই যাজকসহ অন্তত ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির বেনু রাজ্যের আইয়ার এম্বালম গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, মঙ্গলবার ভোরে প্রত্যন্ত ওই গ্রামে হামলা চালায় ফুলানি সম্প্রদায়ের যাযাবর পশুচারণকারীরা। হামলাকারীরা মুসলিম সম্প্রদায়ের লোক।

রাজ্য পুলিশের মুখপাত্র তার্ভার আকাসে বলেন, ফুলানি পশুচারণকারীরা বেশ কিছু বাড়ি-ঘরে আগুন দিয়েছে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ ঘটনার কয়েক দিন আগে একই সম্প্রদায়ের লোকদের হামলায় অন্তত ১০ জন মারা যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এ ছাড়া জানুয়ারি মাসে সপ্তাহব্যাপী উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৭২ জন প্রাণ হারায়। সেইসঙ্গে ২০১৩ সালেও উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় দেশটির প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির সমালোচনা করেছেন অনেকে। তারা বলছেন, বুহারি নিজেও ফুলানি সম্প্রদায়ের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর হতে পারছেন না। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে বুহারি প্রশাসন। সর্বশেষ হামলাকে বুহারি জঘন্য বলে উল্লেখ করেছেন এবং পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ