২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৯

ম্যালেরিয়া ঝুঁকিতে দেশের পৌনে দুই কোটি মানুষ

স্বাস্থ্য ডেস্ক:

দেশের ১ কোটি ৭৫ লাখ মানুষ ম্যালেরিয়া ঝুঁকিতে আছে। ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলার মধ্যে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৩৯৬ জন। ২০১৬ ও ২০১৭ সালের প্রথম তিন মাসে রোগীর সংখ্যা যথাক্রমে ২ হাজার ২৫৩ এবং ১ হাজার ৮৬০ জন। সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন কর্মকৌশলের আওতায় ম্যালেরিয়াপ্রবণ ১৩ জেলায় আগামী ৪ বছরে এই রোগের হার ০.৪৬ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। ২০১৩ সালের পর এই জেলাগুলোর ৯৫ ভাগ বাড়িতে অন্তত দুটি করে রোগপ্রতিরোধক কীটনাশকযুক্ত মশারি আছে।

অনুষ্ঠানে ডা. নজরুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেখানে বলা হয়, বিশ্বব্যাপী ম্যালেরিয়া রোগের প্রকোপ কমে আসছে। পরিবর্তিত প্রেক্ষাপটে বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া ৯০ শতাংশের বেশি কমিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। এর সঙ্গে সংগতি রেখে বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া পুরোপুরি নির্মূলের লক্ষ্য ঠিক করেছে সরকার।

এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রকাশিত ২০১৭ সালের নভেম্বরে সর্বশেষ বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালে ২১ কোটি ১০ লাখের বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হন। এর মধ্যে চার লাখ ৪৫ হাজার জনের মৃত্যু ঘটে। যদিও এর আগের বছর এ রোগে মৃতের সংখ্যা ছিল চার লাখ ৪৬ হাজার। ম্যালেরিয়া একটি বাহকবাহিত রোগ। পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। ২০১১ সালে বিশ্বের ৯১টি দেশে ম্যালেরিয়ায় আনুমানিক ২১৬ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট-২০১৭’-তে তথ্য প্রকাশিত হয়েছে।

দৈনিকদেশজনতা / আই সি

 

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ১০:২৬ পূর্বাহ্ণ