১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কাল

নিজস্ব প্রতিবেদক:

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে পূর্বঘোষিত মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দৈনিক দেশ জনতাকে এ তথ্য গুলো জানিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৯:০৪ অপরাহ্ণ