নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই।
মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে ৩ দিনের ভারত সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমরা একটি রাজনৈতিক দল। আমরা আজ আছি, কাল না-ও থাকতে পারি। আমাদের ক্ষমতার উৎস দেশের জনগণ। দেশের জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই। আমরা আশাও করি না। এসব ব্যাপার আমরাই ঠিক করব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, নিজ দেশের স্বার্থে আমরা যে কোনও দেশের সাথে সুসম্পর্ক করতে পারি। আমাদেরকে বিজেপি আমন্ত্রণ জানিয়েছে। আমরা কি সেখানে খেতে গেছি নাকি? ওখানে কি আমরা বেড়াতে গেছি? আনন্দ-উল্লাস করতে গেছি? আমরা ভারতের নেতাদের সঙ্গে সিরিয়াসলি আলাপ আলোচনা করেছি। ভারত সফর নিয়ে কোনো কিছু গোপন করা হবেনা, সব কিছু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা ও তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
উল্লেখ, গত সোমবার ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি সফররত ১৯ সদস্যের সঙ্গেই সাক্ষাৎ করেন। নরেন্দ্র মোদি আওয়ামী লীগ প্রতিনিধিদলকে জানান দ্রুতই তিস্তা চুক্তি করা হবে এবং রোহিঙ্গা ইস্যুসহ সব সমস্যা সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে।
এর আগে, ভারতীয় জনতা পার্টি, বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৩ দিনের সফরে নয়াদিল্লি পৌঁছায়। দিল্লি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেখানে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।
দৈনিক দেশজনতা/এন আর