১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

খালেদা জিয়াকে ৮ মে জামিন দেবেন আদালত, আশা জয়নুলের

নিজস্ব প্রতিবেদক:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, আমরা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থাশীল। আশা করি, আদালত সব দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে ৮ মে জামিন দেবেন।

মঙ্গলবার সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে নির্জন কারাবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে- এমন অভিযোগ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি বিভিন্ন জটিল রোগে শয্যাসায়ী। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসেবে আমরা বেগম খালেদা জিয়ার বিষয়ে উদ্বিগ্ন। সরকারকে অনুরোধ করছি, বিলম্ব না করে কারাগারের বাইরে দেশের স্পেশালাইজড হাসপাতাল (ইউনাইটেড হাসপাতালে) তার চিকিৎসা করানো হোক।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ