১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

নেতাকর্মীদের অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ খসরুর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এসবে কান দেবেন না। এসব সরকারের প্রপাগান্ডা।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে জিয়া নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের মাকে মুক্ত করে আনব। আমাদের নিয়ে যত ফেক নিউজ প্রচার করা হোক না কেনো, এসবে কান দেবেন না।

সংগঠনের সভাপতি মাইন উদ্দিন মজুমদারের সভাপতিত্বে আসাদুল হক ওহিদুল জোয়ার্দ্দারের সঞ্চালনায় সভায় অন্যদের মধে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

নেতাকর্মীদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। কারো বিভ্রান্তিকর তথ্য আমলে নেবেন না। অতীতেও বিএনপিকে ভাঙতে অনেক অপপ্রচার চালানো হয়েছে, এসব নতুন কিছু নয়। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরও বিএনপিকে ভাঙতে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর নিউজ করা হয়েছে।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, আপনারা গণতন্ত্রের মাকে মিথ্যা মামালায় কারাগারে বন্দি রেখে নির্বাচনের স্বপ্ন দেখলে তা কখনো পূরণ হবে না। একতরফা নির্বাচন করতে যত বাধা দিয়েছেন, আপনাদের সব বাধা জনগণের জোয়ারে ভেঙে যাচ্ছে। তাই আপনাদের কোনো চক্রান্ত সফল হবে না।

তিনি বলেন, দেশে কোনো নির্বাচন করতে হলে আগে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ ছাড়া কোনো নির্বাচন করতে দেয়া হবে না।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৪:৫৮ অপরাহ্ণ