১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

যুদ্ধাপরাধ মামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার ডিজি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের সাবেক ডিজি মো. ওয়াহিদুল হক।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

যুদ্ধাপরাধীদের অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াহিদুল হক ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক হিসেবে অবসরে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক  বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় দুপুরে ভাটারা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ