১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

ত্বকের সৌন্দর্যে পেঁপে-আমলকির ফেসপ্যাক

লাইফ স্টাইল ডেস্ক:

বাজারে অনেক রেডিমেড ফেসপ্যাক আছে। কিন্তু তার চেয়েও উপকারী পেঁপে ও আমলকির ফেসপ্যাক। যা তৈরি করতে পারবেন নিজেই। ত্বক ফর্সা করে তুলতে চাইলে নিয়মিত পেঁপে-আমলকির ফেসপ্যাক কাজে লাগাতে পারেন। কারণ কম সময়ে ত্বককে ফর্সা করে তুলতে এর কোনো বিকল্প হয় না।

বিশেষজ্ঞরাও বলছেন, আমলকির ভেতরে থাকা উপকারি ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে, বি-১২ এবং ক্যালসিয়াম ত্বকের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে। এর সঙ্গে পেঁপে যুক্ত করলে ত্বকের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে।

এখন জেনে নিন কীভাবে বানাবেন এটি? এক্ষেত্রে ২ চামচ আমলা গুঁড়োর সঙ্গে পরিমাণমতো গরম পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর তাতে ২ চামচ পেঁপে মেশাতে হবে। সবশেষে পেস্টটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এটি ব্যবহারের ফলে পেঁপের ভেতরে থাকা উপকারী এনজাইম ত্বকের ভেতরে প্রবেশ করে স্কিন টোনের উন্নতি ঘটাবে, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে চোখে পড়ার মতো।

 

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ১:০১ অপরাহ্ণ