১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

চীনের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ড: ১৮ জন নিহত, দগ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৫ জন। বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, স্থানীয় পুলিশ জানিয়েছে, গুয়াংডং প্রদেশের কিংইউয়ান নগরীর একটি তিনতলা ভবনে সোমবার স্থানীয় সময় রাত ১টার (বাংলাদেশ সময় রাত ১১টা) কিছু সময় আগে আগুন লাগে।

এদিকে, কিংইউয়ান সরকারি নিরাপত্তা বিভাগ তাদের ওয়েবসাইটে জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে এটি একটি অগ্নিসংযোগের ঘটনা। এ ব্যাপারে জন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে কোথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বিস্তারিতভাবে পুলিশের বিবৃতিতে জানানো হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ