আন্তর্জাতিক ডেস্ক:
ট্রেনে ঘুমন্ত এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কেপি প্রেম আনন্দ নামে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিজেপি নেতা কেপি প্রেম আনন্দ পেশায় আইনজীবী। তিনি চেন্নাইয়ের আরকে নগর থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
চেন্নাইয়ের তিরু অনন্ত পুরম-চেন্নাই এক্সপ্রেসের মধ্যে ওই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় প্রেম অনন্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা করেছে পুলিশ।
জানা গেছে, নির্যাতিত শিশুটি ট্রেনের মধ্যে ঘুমিয়ে থাকার সময় তার শ্লীলতাহানির চেষ্টা করেন বিজেপি নেতা। এ সময় মেয়েটি জেগে উঠে চিৎকার করলে তার পরিবারের সদস্য প্রেমকে ধরে ফেলে। ভারতে বিজেপিশাসিত রাজ্যগুলোতে মেয়েদের ওপর যৌন নির্যাতনের ঘটনা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে।
এর মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আট বছরের মুসলিম শিশু আসিফা বানুকে অপহরণ করে গণধর্ষণের পর পাথর ছুড়ে হত্যা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে নৃশংসভাবে ধর্ষণ-খুন করা এক শিশুকে। উত্তরপ্রদেশের উন্নাওতে এক তরুণীর ধর্ষণ ও তার বাবাকে হত্যার দায়ে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার ও তার ভাই অতুলকে জেলে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১২ বছরের কম কোনো শিশুকে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেয়ার অধ্যাদেশ জারি করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি