স্পোর্টস ডেস্ক:
প্রথম দেখায় টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে ১ উইকেটে মুম্বাইকে হারিয়েছিল হায়দরাবাদ। ফের মুখোমুখি হচ্ছে দল দুটি। কাগজকলমে হায়দরাবাদ ও মুম্বাইয়ের খেলা। তবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে এটি শুধুই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ম্যাচ। মঙ্গলবার ফের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই তারকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এবারের আসরে ভালো পজিশনে নেই মুম্বাই। ৫ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কেবল বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে রোহিত অ্যান্ড কোং। তবে বাকি ৪ ম্যাচে জয়ের কাছেই ছিল দলটি। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবিয়েছে তারা। দুজনের প্রথম মুখোমুখিতে সাকিবকে হারিয়ে দেন মোস্তাফিজ। শ্বাসরূদ্ধকর ওই ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার। তার ১৯তম ওভারে ১ রানে ২ উইকেট শিকারে জয়ের স্বপ্ন দেখেছিল মুম্বাই। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।
সেই ম্যাচে নিষ্প্রভ, অনুজ্জ্বল ছিলেন সাকিব। হাত ঘুরিয়ে ১ উইকেট নিলেও রান দেন ৩৪। ব্যাট হাতে করেন মাত্র ১২ রান। অবশ্য ঘরের মাঠে জিতেছিল হায়দরাবাদ। এবার খেলা মুম্বাইয়ে। নিজেদের দুর্গে সাকিবদের হারাতে পারলে প্রতিশোধের পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারবেন মোস্তাফিজরা।
দৈনিকদেশজনতা/ আই সি