১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

বাবা হচ্ছেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ঘর আলোকিত করতে আসছে নতুন অতিথি। খুব দ্রুতই সন্তানের বাবা-মা হচ্ছেন এ দম্পতি। নিজের ইন্সটাগ্রাম পেজে এমন সুখবর দিলেন সানিয়া নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ছবি শেয়ার করে সানিয়া ক্যাপশনে লিখেন, ‘#বেবিমির্জামালিক’

চলতি বছরের শুরুতে সানিয়া তাদের অনাগত সন্তানের ডাকনাম রাখেন, ‘মির্জা মালিক’। তিনি বলেছিলেন, ‘আজ আমি আপনাদের একটি গোপন কথা বলছি। আমি এবং আমার বর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সন্তানের নাম হবে মির্জা মালিক, শুধুমাত্র মালিক নয়। আমরা আসলে একটি কন্যা সন্তান চাই।’

এর আগে ২০১০ সালে বিয়ের বন্ধনে জড়ান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকা খেলোয়াড় সানিয়া ও মালিক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ১০:২০ পূর্বাহ্ণ