১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

সৌদি বিমান হামলায় হুতি রাজনৈতিক নেতা সালেহ সামাদ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ নিহত হয়েছেন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। সালেহ সামাদের নিহতের পরই ইয়েমেনের রাজনৈতিক পরিষদ মেহদি মোহাম্মাদ হোসেন মাশাতকে নয়া প্রধান হিসেবে ঘোষণা করেছে।

হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এ হামলায় ৭ জন নিহত হয়েছেন। তিনি বলেন, এই অপরাধ আমাদের জনগণ ও দেশের মনোবল ভাঙতে পারবে না। সালেহ সামাদের হত্যাকা- বিনা জবাবে পার পাবে না। হুতি নেতা আরও বলেন, সৌদি ও ওয়াশিংটনের নেতৃত্বাধীন জোটের এই আগ্রাসন ও অপরাধের জন্য তারা আইনগতভাবেও দায় নিতে হবে। তবে, সৌদি নেতৃত্বাধীন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ আগস্ট থেকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহর প্রভাবশালী নেতা সালেহ সামাদ। ২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সূত্র: আল জাজিরা

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৯:৪৯ পূর্বাহ্ণ