১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:২২

আমিরকে রেখেই ইংল্যান্ড গেল পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক:

ভিসা না পাওয়ায় পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে আজ সকালে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভিসা পেতে দেরী হওয়ায় দলের সঙ্গে দেশ ছাড়তে পারেননি আমির। তবে এ সপ্তাহেই দলের গুরুত্বপূর্ণ এ সদস্য ভিসা পেয়ে যাবেন বলে আশাবাদি পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।

ভিসা পেলে আগামী বুধবার তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়তে পারেন। তবে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- দলের সঙ্গে নয়, দীর্ঘ দিনের ভিসা চেয়ে আমির ব্যক্তিগতভাবে আবেদন করেছেন।

তবে বিষয়টি অস্বীকার করে পিসিবি’র এক মুখপাত্র ইএসপিএনকে জানিয়েছেন, ‘তিনি দলের সঙ্গে যাননি। কেননা আমরা এখনো তার ভিসার জন্য অপেক্ষা করছি। তার ভিসা এখনো অপেক্ষামান আছে এবং আমরা আশা করছি বুধবার পেলে সেদিনই তিনি লন্ডন রওনা হবেন।’

দৈনিকদেশজনতা/ এন আর

 

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ