১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

সূর্যকে ছুঁতে চায় নাসা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

চাঁদে, মঙ্গলে ও অন্যান্য দূর গ্রহে অভিযান চালানো হয়েছে। আগুনের গোলা সূর্যকেও ছুঁতে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ বিস্ময়কর পরিকল্পনাটাই করে রেখেছে তারা। শিগগিরই সেটি বাস্তবায়ন করতে যাচ্ছে। বুধবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবে নাসা। খবর- দ্য গার্ডিয়ানের।

সূর্যে মহাকাশযান পাঠানোর ঘটনা এটিই প্রথম। সূর্যের অদূরে কোরোনায় এ অভিযানের ব্যাপারে খুবই আশাবাদী নাসা। সেখানে তাপমাত্রা ৫ লাখ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও বেশি।এর আগে এনডিটিভির খবরে বলা হয়েছিল, আগামী বছরই সূর্য অভিযানে রোবটিক মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। জ্বলন্ত সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এর ৬০ লাখ কিলোমিটার দূরত্বে প্রদক্ষিণ করবে মহাকাশযানটি।নাসার বিজ্ঞানী এরিক ক্রিস্টিয়ান বলেন, সূর্যে এটাই আমাদের প্রথম অভিযান। পৃথিবী থেকে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকা সূর্যের উপরিভাগে যাওয়া সম্ভব হবে না। তবে এ মহাকাশযানটি সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে আনবে।এ মিশন থেকেই হয়তো আমরা জানতে পারব সূর্যের পৃষ্ঠ যাকে বলা হয় ফোটোস্ফেয়ার সেটি এর এটমোসফেয়ার কোরোনার মতো এতটা উত্তপ্ত নয় কেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ৩১, ২০১৭ ২:৩২ অপরাহ্ণ