১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩০

রাতে গেইলের পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে দিল্লি

স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতে সবার নিচে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

এবারের আসরে এখন পর্যন্ত যে দুইটি সেঞ্চুরি হয়েছে তার একটি করেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। অপরটি করেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার শেন ওয়াটসন। ক্রিস গেইল এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন।

দিল্লি ডেয়ারডেভিলস একাদশ (সম্ভাব্য): জ্যাসন রয়, গৌতম গম্ভীর (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, ক্রিস মরিস, রাহুল তেওয়াটিয়া, শাহবাজ নাদিম, হারশাল প্যাটেল, ট্রেন্ট বোল্ট।

কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, করুন নায়ার, অ্যারোন ফিঞ্চ, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), মুজিব উর রহমান, অ্যান্ড্রু টাই, বারিন্দের স্রান, মোহিত শর্মা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১০:৫৮ পূর্বাহ্ণ