আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুল ও বাগলান প্রদেশের ভোটার কার্ড বিতরণ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে।রোববার সকালের এই হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর: বিবিসি, আলজাজিরা।
পুলিশ জানায়, কাবুলে ভোটার কার্ড নিতে জড়ো হওয়া মানুষের ভিড়ে এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে অন্তত ৫৭ জন নিহত হন। প্রায় একই সময়ে বাগলান প্রদেশের পুল-ই-খুমরি শহরের আরেকটি ভোটার কার্ড বিতরণ কেন্দ্রে বোমা হামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। নিহতদের বহনকারী গাড়ি ভোট কেন্দ্রের বাইরের সড়কে দাঁড়ানোমাত্র পুঁতে রাখা বোমের বিস্ফোরণে উড়ে যায়।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কাবুলে হামলার দায় স্বীকার করেছে। তবে বাগলানে হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। কাবুলে যেখানে হামলা হয়েছে, দাস্ত-ই-বারছি এলাকায় মিয়া হাজরা বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ২১ জন নারী ও ৫ শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে।
আফগানিস্তানে আগামী অক্টোবরে সংসদ ও জেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। এজন্য ১৪ এপ্রিল থেকে ভোটার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর আগে গত ২১ মার্চ কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত ও ৫২ জন আহত হন। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। এপ্রিলের শুরুতে আরেকটি আত্মঘাতী হামলায় একটি সিকিউরিটি চেকপয়েন্টে ৯ জন নিহত হন।
দৈনিকদেশজনতা/ আই সি