১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

বজ্রপাতে দুই জেলায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

দুই জেলা কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের কাটাবন ও বাহেরবালী হাওরে অন্যদের সঙ্গে ধান কাটছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা তৌহিদ ও আব্দুর রাশিদ নামে দুই শ্রমিক। একই সময় জেলার মিঠামইন উপজেলার বৈরাটি এলাকায় বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মারা যান রূপচান নামে এক নারী।

এদিকে হবিগঞ্জের লাখাই ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুই কৃষক ও এক শিশু নিহত হয়েছেন। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মো. নুরুল ইসলাম বলেন, বিকেলে নুপুর ও আপন নামের দুই কৃষক বাড়ির পাশে হাওরে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পাশের জমিতে কর্মরত শ্রমিকরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া বানিয়াচংয়ে হিয়ালা নামে এক শিশু আগলা বাড়ির মঈন উদ্দিন বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১০:৪৬ পূর্বাহ্ণ