স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ফুটবলারদের সংগঠন ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন’-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রোববার সংগঠনের সদস্যদের ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
ইতালিয়ান ক্লাব রোমা ছেড়ে গত বছরের জুনে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই মেতে উঠেছেন গোল উৎসবে। চলতি মৌসুমে এ পর্যন্ত গোল করেছেন ৩৩টি। লিভারপুলের সপ্তম ও প্রথম মিসরীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার অর্জন করেছেন সালাহ। পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত সালাহ বলেছেন, ‘এটা অনেক বড় একটি সম্মান। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এটা জিততে পেরে খুবই খুশি। আমি খুবই গর্বিত। প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হতে পারাটা খুবই সম্মানের। বিশেষ করে খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হতে পারাটা।’
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আরেক ইংলিশ ক্লাব চেলসিতে খেলেছিলেন সালাহ। তবে সেসময় খুব একেটা সাফল্য পাননি এই মিশরীয় তারকা। পরে চলে যান ইতালির ক্লাব রোমায়। সেই কথা স্মরণ করে সালাহ আরো বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমি সবসময় সফল হতে চাইতাম। চেলসির হয়ে আমি সে সুযোগ পাইনি। যখন আমি প্রিমিয়ার লিগ ছেড়ে চলে যাই, তখনই ফিরে আসার ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি মনে করি, আমি এখন ভিন্ন ব্যক্তি, ভিন্ন মানুষ এবং ভিন্ন খেলোয়াড়।’
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

