১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

উ. কোরিয়ার পরমাণু সংকট সমাধানের পথ বহু দূর : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট সমাধানের পথ বহু দূর। রোববার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেছেন। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন উত্তর কোরিয়া বিনা শর্তে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রস্তাব মেনে নিতে রাজী বলে জানিয়েছে। শনিবার দেশটি পারমাণবিক অস্ত্র ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে। বিশ্ব নেতারা উত্তর কোরিয়ার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার ব্যাপারে সমাধানে পৌঁছতে বহুদূরে আছি আমরা। হয়তো বিষয়গুলো কাজ করতে পারে এবং হয়তো নয়-কেবল সময়েই বলবে।’ এর কয়েক মিনিট আগেই ট্রাম্প আরেকট টুইটার বার্তায় বলেছিলেন, ‘ওয়াও, আমরা কোনো কিছুই ছাড় দেইনি এবং তারা নিরস্ত্রীকরণে রাজী হয়েছে (তাই বিশ্বের জন্য এটা বেশ ভালো), পরীক্ষাকেন্দ্র বন্ধ হয়েছে এবং আর কোনো পরীক্ষা নয়।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ১০:১৭ পূর্বাহ্ণ